Header Ads

কবিতা

 তাবলীগ তাবলীগ চলে

গাট্টি মাথায় নিয়ে তাঁরা
চলছে পথের ধারে,
নবীওয়ালা কাজ করে সবাই
হাজার কষ্ট সহ্য করে।
★★
পাবে যেথায় হেথায় তাঁদের
করবে সম্মান তুমি,
কষ্ট নিবে না মনে কভু
পেলে কষ্ট তুমি।
★★
ঈমান অামাল রক্ষা করে
নিজের এবং অন্যের,
জান,মাল দিয়ে টাকা
হেদায়াতের জন্যে।
★★
কোরঅান শিখে, নামাজ শিখে
অারোও শিখে মাসঅালা,
অাছে যতো ভিতরে শরীয়তের
বিধি-বিধান ও ফয়সালা।
★★
যুবক বৃদ্ধ, ধনী-গরীব
সবার এক পরিচয়,
ইসলাম শিখে সবাই মিলে
পিছে ফেলে সব সংশয়।।


No comments

Ebrahim Bin Ismail . Theme images by duncan1890. Powered by Blogger.